জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল

Variable এর বাংলা অর্থ হচ্ছে চলক। যে কোন প্রোগ্রামিং এর ক্ষেত্রেই ভেরিয়েবল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রোগ্রাম কোডিং এর সময় এমন কিছু রাশি ব্যবহার করতে হয় যার মান মেমরিতে জমা রাখতে হয়, এবং প্রয়োজনে এবং লজিকের ভিত্তিতে প্রসেসিং এর মাধ্যমে এর মান পরিবর্তিত হতে পারে, এগুলোকে ভেরিয়েবল বলে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নির্দেশ করার জন্য সাধারণ নিয়ম হিসেবে var কি ওয়ার্ডটি ব্যবহার করা হয়, যদিও না ব্যবহার করলেও চলে। ভেরিয়েবল দুটি দুটি বিশেষ খন্ডে বিভক্ত ১ম খন্ডটি হল ভেরিয়েবল এর নাম এবং অপর খন্ডটি হল ভেরিয়েবলের মান। ভেরিয়েবল এর মান কোন নিউমেরিক সংখ্যা, বুলিয়ান এমনকি স্ট্রিং, এরে বা অবজেক্টও হতে পারে। অনেক সময় শুধুমাত্র ভেরিয়েবলের নাম ঘোষনা করা হয় এবং পরবর্তীতে প্রসেসিং এর সময় মান ধারণ করে।

Comments

Popular posts from this blog